সংযুক্ত আরব আমিরাতের এক মুসলিম তরুণী উপস্থিত বুদ্ধির জোরে জলন্ত ট্রাকের মধ্যে থেকে বের করে এক ভারতীয় চালকের প্রাণ বাঁচালেন। ঘটনায় প্রকাশ, হাসপাতালে বন্ধুকে দেখে বাড়ি ফিরছিলেন জওয়াহের সেফ আল কুমায়িতি নামে ২২ বছরের ওই তরুণী।
পথে রাস আল-খাইমা শহরের কাছে তিনি দেখেন দুটি ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি ট্রাকেই আগুন লেগে যায়।
কুমায়িতির কানে আসে, একটি ট্রাক থেকে কেউ একজন চিৎকার করে বাঁচানোর আর্তি করছেন। সঙ্গে সঙ্গে সঙ্গী বন্ধুর পরনের জোব্বা নিয়ে তিনি ছুটে গিয়ে আগুন নিভিয়ে চালককে বের করে আনেন। পুলিশ জানিয়েছে, ওই চালকের নাম হরকিরিত সিং। কুমায়িতি বলেন, আমি গিয়ে দেখি, ওই চালক পড়ে রয়েছেন। ওর গায়ে আগুন লেগে রয়েছে। ওর শরীরে কোনো কাপড় ছিল না। আমি জোব্বা দিয়ে তাঁকে ঢেকে দিই।
কুমায়িতি আরও বলেন, ওই চালক তাকে জানান, তিনি মরতে চান না। কিছুক্ষণের মধ্যেই পুলিশ অ্যাম্বুলেন্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুই চালককেই হাসপাতালে নিয়ে যান। কুমায়িতি জানান, ওই ব্যক্তির প্রাণ বাঁচাতে পেরে তার ভালো লাগছে।
বোরকা দিয়ে আগুন নিভিয়ে চালকের প্রাণ বাঁচালেন এই তরুণী!
Reviewed by BD News
on
অক্টোবর ০৩, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ০৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: