'ঢাকা অ্যাটাক'র পাইরেসির খবর দিলেই ৩ লাখ টাকা


ঢাকা অ্যাটাক' ছবির পাইরেসির খবর দিলেই তিন লাখ টাকা পুরস্কার দেয়া হবে। পাইরেসির উদ্দেশ্যে কারও দৃশ্য ধারণ, কপি, বিক্রয় কিংবা বিপণন সংক্রান্ত খবর ছবির নির্মাতা কর্তৃপক্ষের কাছে উপযুক্ত প্রমাণসহ হাজির করলে পুরস্কার দেয়া হবে।

এছাড়া পাইরেটেড সিনেমার লিংক, পাইরেটেড সিনেমা দেখার আহবান, পাইরেসির প্রস্তুতি কিংবা এর জন্য অর্থ, উৎসাহ ও সহযোগিতার বিষয়ে খবর দিলেও পুরস্কার দেয়া হবে।

তথ্য প্রদান করা যাবে অভি কথাচিত্র ০১৭৭৮৪৪৭৭৯৯, নিকটস্থ থানা, ই-মেইল: dhakaattack2017@gmail.com, 'ঢাকা অ্যাটাক'র ভেরিফায়েড ফেসবুক পেজের ইনবক্সে।
'ঢাকা অ্যাটাক'র পাইরেসির খবর দিলেই ৩ লাখ টাকা 'ঢাকা অ্যাটাক'র পাইরেসির খবর দিলেই ৩ লাখ টাকা Reviewed by BD News on অক্টোবর ০৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.