বাজারে এখন ৩০-৩২ টাকা হালি দরে ডিম বিক্রি হচ্ছে। তবে খুব শিগগিরই রাজধানীবাসী ১২ টাকা হালি দরে ডিম কিনতে পারবেন।
এই সুযোগ আসবে মাত্র ১ দিনের জন্য। আগামী ১৩ অক্টোবর ‘বিশ্ব ডিম দিবস’ উপলক্ষে আয়োজিত মেলায় এই দামে ডিম কেনা যাবে। প্রাণিসম্পদ অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১৩ অক্টোবর বিশ্ব ডিম দিবসে রাজধানীর ফার্মগেটে খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে দিনব্যাপী এক মেলার আয়োজন করা হয়েছে। এ মেলায় বাজারদরের চেয়ে অর্ধেকেরও কম দামে ডিম বিক্রি করা হবে।
সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ১টা পর্যন্ত মেলা চলবে। একজন ভোক্তা মেলায় সর্বোচ্চ ৯০টি ডিম কিনতে পারবেন। বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল এবং সরকারের প্রাণিসম্পদ অধিদফতর যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।
বিশ্ব ডিম দিবসে ডিমের হালি হবে ১২ টাকা!
Reviewed by BD News
on
অক্টোবর ০৮, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ০৮, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: