নিলামে বিক্রি হল ট্রাম্পের হাতে আঁকা স্কেচ



নিজের সাধের এম্পায়ার স্টেট বিল্ডিং বিক্রি করে দিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে, এটি ইঁট, কাঠ, পাথরের তৈরি কোনও বাড়ি নয়।

নিজের হাতে আঁকা স্কেচ বিক্রি করলেন প্রায় ১৬হাজার ডলারে।

জানা গেছে, ট্রাম্পের এই ছবিটি নিলামে উঠেছিল। সেখানেই এই ছবিটির দর ওঠে ১৬হাজার ডলারে। এই বিশেষ ছবিটি ট্রাম্প এঁকেছিলেন ১২ইঞ্চি বাই ৯ ইঞ্চি সাইজের একটি কালো রংয়ের মার্কার পেন দিয়ে। যদিও অনুমান করা হয়েছিল এই এম্পায়েরর ছবিটি বিক্রি হতে পারে মাত্র ৮হাজার থেকে ১২হাজার ডলারে। কিন্তু সেই সমস্ত অনুমান ছাপিয়ে গিয়ে ১৫হাজার ডলারে বিক্রি হল এই ছবিটি।

কিন্তু এখন একটি প্রশ্ন আসতেই পারে যে, যিনি এত কোটি টাকার মালিক। তিনি কেনই বা এমন একটি ছবি এঁকে আবার বেঁচে দেবেন?

ট্রাম্প জানিয়েছেন, এই সম্পূর্ণ বিষয়টিই একটি স্বেচ্ছাসেবী সংস্থার জন্য আয়োজন করা হয়েছিল। ফ্লোরিডায় অবস্থিত এই সংস্থাটি।

১৯৯৫সালে তৈরি হয়েছিল এই স্বেচ্ছাসেবী সংগঠনটি। সেই সংগঠনটিকে এভাবেই ট্রাম্প বারবার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এর আগেও ট্রাম্পের সাক্ষরসহ একটি কাগজ নিলামে উঠেছিল। যেটি ১০০ডলারে বিক্রি হয়েছিল।
নিলামে বিক্রি হল ট্রাম্পের হাতে আঁকা স্কেচ নিলামে বিক্রি হল ট্রাম্পের হাতে আঁকা স্কেচ Reviewed by BD News on অক্টোবর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.