দুর্ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার ঘরোয়া লিগে। পূর্ব জাভার ক্লাব পেরসেলার হয়ে খেলতে নেমেছিলেন ইন্দোনেশিয়ার জাতীয় দলের সাবেক গোলরক্ষক চোইরুল হুদা। রোববারের সেই ম্যাচে বিরতির ঠিক আগ মুহূর্তে সতীর্থ ব্রাজিলিয়ান মিডফিল্ডার রামোন রডরিগুয়েজের সঙ্গে ধাক্কা লাগে হুদার।
মুহূর্তেই মাঠে লুটিয়ে পড়েন ৩৮ বছর বয়সী। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেয়া হয়। কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হুদার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র নিশ্চিত করে।
পেরসেলার সহকারী কোচ ইউরোনার এফেনডি বলেন, ‘হাসপাতালে কিছু সময়ের জন্য হুদাকে জরুরী চিকিৎসা দেয়া হয়েছিল। কিন্তু তাকে শেষ পর্যন্ত বাঁচানো যায়নি।’
১৯৯৯ সাল থেকে পেরসেলার হয়ে পাঁচ শতাধিক ম্যাচে অংশ নিয়েছেন অভিজ্ঞ হুদা। তার মৃত্যুতে ইন্দোনেয়িশয়ান ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে হুদার প্রতি। পেরসেলার সমর্থকরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে যোগাযোগ মাধ্যমে লিখেছে, ‘একটি মানুষ, একটি ক্লাব, একটি ভালবাসা।’
মাঠেই গোলরক্ষকের মৃত্যু!
Reviewed by BD News
on
অক্টোবর ১৭, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই: