ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বিরাট-আনুশকা!


ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি এবং বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মার প্রেমের গল্প সবারই জানা। দু'জন একসঙ্গে কোথাও গেলেই বা সোশ্যাল মিডিয়ায় কোনও ছবি পোস্ট করলেই তা চর্চায় চলে আসে।

তাই এই তারকা যুগলের বিয়ে নিয়ে সবার আগ্রহের মাত্রা একটু বেশি।

'দ্য নিউ ইন্ডিয়া এক্সপ্রেস'-এর খবর অনুযায়ী, আগামী ডিসেম্বরেই নাকি বিয়ে করছেন বিরাট এবং আনুশকা। এই খবর নিয়ে জল্পনা আরও বাড়ছে। কারণ সম্প্রতি বিরাট নিজেই বিসিসিআইয়ের কাছে বিশ্রামের আবেদন করেছেন বলে।

প্রসঙ্গত, বিরাট এবং আনুশকা কিছুদিন আগেই একসঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিং করে খবরের শিরোনামে এসেছিলেন। যদি সত্যিই দু'জনে বিয়েটা আগামী ডিসেম্বরেই সেরে ফেলেন, তাহলে শ্রীলঙ্কা সিরিজে পাওয়া যাবে না বিরাটকে। এখন দেখার যে, ভারতের এই সেলিব্রেটি জুটি অবেশেষে বছরের শেষেই সাতপাকে বাঁধা পড়েন কিনা।
ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বিরাট-আনুশকা! ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বিরাট-আনুশকা! Reviewed by BD News on অক্টোবর ২৪, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.