বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গাদের বেশকিছু অংশ দেশে ফিরে যুদ্ধ করার ইচ্ছা প্রকাশ করেছেন। ইতোমধ্যে বিদ্রোহী রোহিঙ্গারা তাদের দল ভারি করতে শতাধিক সদস্য সংগ্রহ করেছেন; যারা মিয়ানমারে ফিরে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে আগ্রহী।
রোহিঙ্গা শিবিরগুলোতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসার) স্বঘোষিত কয়েকজন সদস্যের সঙ্গে কথা বলেছে বার্তাসংস্থা এএফপি।
পরিচয় গোপন রেখে ছদ্মনাম ধারণ করে কক্সবাজারের এক তাঁবুতে আরসার সদস্য সংগ্রহকারী মোহাম্মদ হালিম নামের এক রোহিঙ্গা এএফপিকে বলেন, স্বেচ্ছাসেবীদের যুদ্ধ, সামরিক কৌশল ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয়া হয়েছে। তবে সব প্রশিক্ষণ নিরর্থক মনে হচ্ছে, কারণ আমাদের কাছে অস্ত্র নেই।
তিনি বলেন, ‘আমাদের যদি অস্ত্র থাকত, তাহলে লড়াই করার জন্য আমরা মিয়ানমারে ফিরে যেতাম...আমরা সেনাবাহিনীকে হটিয়ে দিতাম এবং আমাদের ভূমি উদ্ধার করতাম। ’
উল্লেখ্য, রাখাইনের পুলিশ পোস্টে গত ২৫ আগস্টের হামলার সঙ্গে আরসা জড়িত। রাখাইনের এ হামলার পর রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনা অভিযান শুরু হয়। অস্থিরতা ঘিরে সেনাবাহিনীর অভিযানের মধ্যে প্রায় ৫ লাখ রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে পালাতে বাধ্য হয়েছেন। রোহিঙ্গা বিদ্রোহীদের দলে ভেড়াতে কাজ করছে নিয়োগকারীরা। তাদের দাবি, তারা শতাধিক রোহিঙ্গা বিদ্রোহীকে তালিকাভূক্ত করেছেন; যারা মিয়ানমারে ফিরে লড়াই করতে আগ্রহী।
দেশে ফিরে যুদ্ধ করতে চায় রোহিঙ্গা বিদ্রোহীরা
Reviewed by BD News
on
অক্টোবর ০৩, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ০৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: