মুসলিমদের গরুর মূত্র ব্যবহারের পরামর্শ দিয়েছেন ভারতের যোগ গুরু ও পতঞ্জলি কোম্পানির প্রতিষ্ঠাতা স্বামী রামদেব।
ভারতের টিভি শো আপকি আদালতে এসে তিনি এমন পরামর্শ দিয়েছেন।
ওই পর্বটি গত শনিবার প্রচারিত হয়।
শোতে ৫২ বছর বয়সী স্বামী রামদেব আরও বলেন, 'অনেকে আমার কোম্পানি পতঞ্জলিকে হিন্দু কোম্পানি হিসেবে আখ্যায়িত করে যা ঠিক নয়।
মুসলিমদেরও উচিত গরুর মূত্র ব্যবহার করা : রামদেব
Reviewed by BD News
on
অক্টোবর ০৩, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ০৩, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: