পুকুরের পানিতে আগুন!





পুকুরের পানিতে লেগে গেল আগুন! যতই অবিশ্বাস্য মনে হোক, এমনটাই ঘটেছে ভারতের ঝাড়খন্ড রাজ্যের রাজধানী রাঁচির একটি পুকুরে। সেই ঘটনাটা ঘটল স্বয়ং রাঁচির মেয়র আশা লকরার সামনেই!

একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, রাঁচির ছুতিয়া অঞ্চলের পাওয়ার হাউস অঞ্চলে একটি পুকুরে এই আশ্চর্য ঘটনা ঘটেছে রবিবারে

এক ব্যক্তি জ্বলন্ত দেশলাই কাঠি পুকুরে ফেলতেই চোখের নিমেষে ছড়িয়ে পড়ে আগুন। সঙ্গে সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। সঙ্গে সঙ্গে আগুন নেভানোর ব্যবস্থা না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলেই মনে করছেন এলাকার বাসিন্দারা। 

কিন্তু কেন ঘটল এমন? স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই পুকুরটিতে বিভিন্ন দাহ্য রাসায়নিক ও পিচ্ছিল পদার্থ জমা হচ্ছে এক দশকেরও বেশি সময় ধরে। এক সময়ে এই পুকুর মাছের জন্য বিখ্যাত ছিল। কিন্তু গত ২-৩ বছর ধরে এই পুকুরে মাছের দেখা মেলেনি। ভয়াবহ দূষণের শিকার হয়ে এই পুকুরের মাছ ও অন্যান্য প্রাণীরা ধ্বংস হয়ে গেছে বলেই আশঙ্কা তার।
পুকুরের পানিতে আগুন! পুকুরের পানিতে আগুন! Reviewed by BD News on অক্টোবর ১৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.