মালয়েশিয়ার পেনাংয়ে ভূমিধসে এ পর্যন্ত তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমারের শ্রমিকসহ নিখোঁজ রয়েছেন মোট ১১ শ্রমিক।
নিহতদের দুইজন ইন্দোনেশিয়ার, একজন মিয়ানমারের নাগরিক।
স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ৮টার দিকে জর্জ টাউনের তানজুং বাংগার লেংকক লেম্বা পারমাই এলাকার একটি কনস্ট্রাকশন সাইটে ভূমিধসের এ ঘটনা ঘটে। ভূমিধসের পর ওই কনস্ট্রাকশন সাইটের কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশি কর্মী মোহাম্মদ জসিম হোসেন আহমেদের উদ্ধৃতি দিয়ে সিয়াটল টাইমস জানায়, মিনিটের মধ্যেই ভূমিধসের ঘটনাটি ঘটে। তারা আগাম কোনো সতর্কতা সঙ্গেত পাননি। সেখান থেকে দ্রুত সরে যাওয়ার সময়টাও তারা পাননি।
মালয়েশিয়ায় ভূমিধসে নিহত ৩, বাংলাদেশিসহ নিখোঁজ ১১
Reviewed by BD News
on
অক্টোবর ২১, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: