গ্রেফতার এড়াতে দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন ধর্ষক গুরমিত রাম রহিম। স্বঘোষিত গডম্যানের পাসপোর্ট বাজেয়াপ্ত করে এ দাবি করেছে হরিয়ানা পুলিশ
রাম রহিমের ছায়া সঙ্গিনী হানিপ্রীতকে নিয়ে গঙ্গানগরের গুরুসর মোডিয়া গ্রামে তল্লাশি চালান তদন্তকারীরা।
জানা গেছে, তল্লাশির সময় একটি ব্যাগ থেকে উদ্ধার হয় দুটি পাসপোর্ট- একটি আসল ও একটি জাল। এছাড়াও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি বাজেয়াপ্ত করা হয়।
বিদেশে পালানোর জন্যে এই জাল পাসপোর্ট তৈরি করা হয়েছিল বলে দাবি করেছে পুলিশ। পাসপোর্ট তৈরিতে কে বা কারা রাম রহিমকে সাহায্য করেছিল তা জানার চেষ্টা করা হচ্ছে।
প্রসঙ্গত, দুই শিষ্যাকে ধর্ষণের দায়ে হরিয়ানার কারাগারে বর্তমানে সাজা ভোগ করছেন রাম রহিম। গ্রেফতার করা হয়েছে তার পালিত কন্যা হানিপ্রীতকেও।
দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন রাম রহিম, জাল পাসপোর্ট উদ্ধার
Reviewed by BD News
on
অক্টোবর ১৬, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ১৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: