ট্রাম্পের সঙ্গে কিম জং উনের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচী নিয়ে বাকযুদ্ধের মধ্যেই ফের কোরীয় উপদ্বীপে মহড়া দিল মার্কিন বোমারু বিমান।
স্থানীয় সময় মঙ্গলবার উত্তর কোরিয়ার সীমান্ত ঘেঁষে দক্ষিণ কোরিয়ার আকাশসীমায় যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এ যৌথ মহড়া চালায়।
জানা গেছে, ওই দিন রাতে গুয়ামের সামরিক ঘাঁটি থেকে উড়াল দিয়ে উত্তর কোরিয়ার সীমান্ত ঘেঁষে চক্কর দেয় মার্কিন বোমারু বিমান। মহড়ায় অংশ নেয়া যুক্তরাষ্ট্রের কৌশলগত বোমারু যুদ্ধবিমানগুলো হল- বি-১বি ও দক্ষিণ কোরিয়ার দু’টি এফ-১৫কে ফাইটার যুদ্ধবিমান। জাপানের বিমান বাহিনী এই মহড়ায় অংশ নিলেও তাদের কেমন যুদ্ধবিমান ছিল তা জানা যায়নি।
এর আগে পিয়ংইয়ংয়ের পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে সম্প্রতি দুই পক্ষের মধ্যেই তীব্র বাকযুদ্ধ চলে আসছে। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেওয়ার সময় ট্রাম্প বলেন, কিম জং উনের তৎপরতা ‘আত্মঘাতী’। জবাবে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতাও মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যকে তুলনা করেন ‘কুকুরের ঘেউ ঘেউয়ের সঙ্গে’।
ফের কোরীয় উপদ্বীপে উত্তেজনা, মহড়ায় মার্কিন বোমারু বিমান
Reviewed by BD News
on
অক্টোবর ১১, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
অক্টোবর ১১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: