আমরা খেয়ে থাকলে, রোহিঙ্গারাও খেয়ে থাকবে: মতিয়া চৌধুরী



কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে সারা বিশ্ব আজ শেখ হাসিনার পাশে, তাই আমরা খেয়ে থাকলে,রোহিঙ্গারাও খেয়ে থাকবে। এ নিয়ে রাজনীতি করার সুযোগ নেই।

বুধবার শেরপুরের নালিতাবাড়ীর গোপাল জিউর মন্দিরে হিন্দু ধর্মালম্বীদের বড় ধর্মীয় উৎসব দূর্গা পূজার ভক্তবৃন্দকে শুভেচ্ছা জানাতে এসে এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সাত লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। কিছুদিন আগে বন্যায় সিলেটে এবং উত্তরাঞ্চলে ফসল হানি হয়েছে। এত সব সংকটেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সবাইকে মায়ের মমতা দিয়ে আগলে রেখেছেন।

এসময় জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি, উপজেলা নির্বাহী অফিসার তরফদার সোহেল রহমান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিয়াউল হোসেন, সাধারন সম্পাদক ফজলুল হক, পৌর মেয়র আবু বকর সিদ্দিক সহ অন্যান্য দলীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আমরা খেয়ে থাকলে, রোহিঙ্গারাও খেয়ে থাকবে: মতিয়া চৌধুরী আমরা খেয়ে থাকলে, রোহিঙ্গারাও খেয়ে থাকবে: মতিয়া চৌধুরী Reviewed by BD News on সেপ্টেম্বর ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.