ঢাকাই চলচ্চিত্রের দাপুটে অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অসুস্থ। হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন।
চিকিৎসকেরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন। তিনি ডা. বরেণ চক্রবর্তীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
বুধবার বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেওয়া হবে বলে জানান নির্মাতা মনতাজুর রহমান আকবর। তিনি বলেন, 'ডিপজলের হার্টের সমস্যা। তার ফুসফুসে পানি জমেছে। আজ (বুধবার) বিকেলে তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে। তাকে সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ভর্তি করা হবে।'
ডিপজলের বাংলা সিনেমায় আগমন হয় পরিচালক মনতাজুর রহমান আকবরের হাত ধরে। তার প্রথম ছবি ‘টাকার পাহাড়’। টানা কয়েক বছর ভিলেন হিসেবে দাপটের সঙ্গে অভিনয়ের পর বিরতি নেন তিনি। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি ডিপজল প্রযোজনাও করছেন।
ডিপজল অসুস্থ, সিঙ্গাপুর নেওয়া হচ্ছে
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২০, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: