রোহিঙ্গা ঠেকাতে মরিচের গুঁড়া, স্টান গ্রেনেড ছুড়ছে ভারত



মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিতাড়িত রোহিঙ্গা মুসলিমরা যাতে ভারতে প্রবেশ করতে না পারে সেজন্য দেশটির সীমান্ত বাহিনী তাদের ওপর মরিচের গুঁড়া ও স্টান গ্রেনেড ব্যবহার করছে। 

বাংলাদেশ সংলগ্ন পূর্বাঞ্চলীয় সীমান্তে রোহিঙ্গা ঠেকাতে ভারত এমন কঠোর পদক্ষেপ নিচ্ছে।

ভারতে প্রায় ৪০ হাজার রোহিঙ্গা রয়েছে। তার মধ্যে ১৬ হাজার নিবন্ধিত শরণার্থী। তারা দিল্লি, উত্তর প্রদেশ, পশ্চিমবঙ্গ, বিহার, কাশ্মীরসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। সম্প্রতি সরকার তাদেরকে ফের মিয়ানমারে পাঠানোর জন্য তালিকা তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকারগুলোকে। 

হিন্দু-সংখ্যাগরিষ্ঠ দেশ ভারতের সীমান্তরক্ষী বাহিনী ইতোমধ্যেই দেশটিতে বাস করে আসা প্রায় ৪০ হাজার রোহিঙ্গাকে বের করে দিতে চায়। 

নিরাপত্তা ঝুঁকির কথা উল্লেখ করে এ বাহিনীকে যে কোনও রোহিঙ্গা অনুপ্রবেশ নির্মমভাবে ঠেকানোর ক্ষমতাও দেওয়া আছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, ‘আমরা তাদের গেপ্তার কিংবা গুরুতর জখম করতে চাই না। তবে ভারতের মাটিতে রোহিঙ্গাদের সহ্য করা হবে না।’ 

তিনি বলেন,  ‘ভারতে প্রবেশের চেষ্টা করা কয়েকশ রোহিঙ্গাকে তাড়িয়ে দিতে আমরা মরিচের গুঁড়াযুক্ত গ্রেনেড ব্যবহার করছি... পরিস্থিতি উত্তেজনাপূর্ণ।’ 

রোহিঙ্গদের ঠেকাতে নিরাপত্তারক্ষীদের মরিচের গুঁড়াযুক্ত গ্রেনেড ও স্টান গ্রেনেড দুই-ই ব্যবহার করতে বলা আছে বলে জানিয়েছেন বিএসএফের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পিআরএস জসওয়াল। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য পশ্চিমবঙ্গের সীমান্তের একটি বিশাল অংশের দায়িত্বে তিনি। 

মরিচের গুঁড়ার গ্রেনেড ব্যবহারে শরীরে জ্বালাপোড়া হয়। আর স্টান গ্রেনেড ছুড়লে প্রচণ্ড শব্দ ও আলোর ঝলকানি সৃষ্টি হয়। এতে মানুষ আতঙ্কগ্রস্ত হয় এবং অনেক সময় সাময়িকভাবে সংজ্ঞাহীন হয়ে পড়ে। 

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৪ অগাস্ট রাতে একসঙ্গে ৩০টি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে বিদ্রোহীদের হামলার পর শুরু হওয়া সেনা অভিযানের মুখে দলে দলে রোহিঙ্গারা পালিয়ে আসতে শুরু করেছে। 

জাতিসংঘের হিসাবে, গত চার সপ্তাহে ৪ লাখ ২২ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকতেও মরিয়া হয়ে আছে কয়েকশ রোহিঙ্গা। 

অনুপ্রবেশ আটকাতে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার একজন কর্মকর্তা বলেছেন, তারা রোহিঙ্গাদের ওপর জোর নজরদারির জন্য মুসলিম ধর্মীয় নেতাদের সহযোগিতা চাইছেন। 

ওদিকে মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য রোহিঙ্গাদের দলে ভেড়ানোর চেষ্টার সন্দেহে জঙ্গি গোষ্ঠী আল-কায়েদার এক সদস্যকে গ্রেপ্তার করেছে ভারতীয় পুলিশ। ২০১৪ সাল থেকে ভারতের কারগারগুলোতে রয়েছে ২৭০ জনেরও বেশি রোহিঙ্গা। 

নয়া দিল্লির পুলিশ কর্মকর্তা প্রমোদ সিং খুশওয়াহ বলেছেন, ‘তদন্ত চালিয়ে দেখা গেছে আল-কায়েদা মিয়ানমারে লড়াই শুরু করার জন্য ভারত ও বাংলাদেশকে তাদের ঘাঁটি হিসাবে ব্যবহার করতে চাইছে। আর তাই তারা স্পষ্টতই ভারতের জন্য হুমকি।’ 
রোহিঙ্গা ঠেকাতে মরিচের গুঁড়া, স্টান গ্রেনেড ছুড়ছে ভারত রোহিঙ্গা ঠেকাতে মরিচের গুঁড়া, স্টান গ্রেনেড ছুড়ছে ভারত Reviewed by BD News on সেপ্টেম্বর ২৩, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.