র্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার হওয়া ইমাম মেহেদী হাসান ওরফে জিব্রিল নামে এক জঙ্গিকে আটক করেছে র্যাব-৩-এর একটি দল।
গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি ল্যাপটপ, একটি মোবাইল ফোন সেট, একটি পাসপোর্ট, উগ্রবাদী বইসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৩-এর পরিচালক লে. কর্নেল তুহিন মো. মাসুদ।
র্যাবের দাবি, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র কমান্ডার এই মেহেদী হাসান। তার সাংগঠনিক নাম ইমাম মেহেদী হাসান ওরফে আবু জিব্রিল। মেহেদীর গ্রামের বাড়ি পটুয়াখালীর রাজাপুর গ্রামে। তার বাবার নাম খোরশেদ আলম। মেহেদী ঢাকার দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করেছেন। মডেলিংয়ে তিনি মেহেদী নামে পরিচিত ছিলেন। তিনি বনানী থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলার এজাহারভুক্ত আসামি। একই আইনে উত্তরা পশ্চিম থানার আরেকটি মামলার তদন্তে তার নাম এসেছে।
লে. কর্নেল মাসুদ বলেন, মেহেদী দারুল ইহসান ইউনিভার্সিটি থেকে অনার্স সম্পন্ন করে। এছাড়া মডেলিংয়ের পাশাপাশি হোম ডেকোর বা ঘরবাড়ি সাজানোর সরঞ্জামের ব্যবসা করত মেহেদী।
তিনি আরও জানান, তথ্যপ্রযুক্তিতে খুবই দক্ষ মেহেদী হাসান। এছাড়াও তিনি খুব ভালো অনুপ্রেরণামূলক বক্তা (মোটিভেশনাল স্পিকার) ছিলেন। অনুপ্রেরণামূলক কথাবার্তার মাধ্যমে তিনি অন্যদের জঙ্গিবাদে জড়াতেন।
‘বাংলাদেশে জঙ্গিবাদের প্রসারে প্রবাস থেকে যে ব্যক্তি বা সংগঠনগুলো অস্ত্র ও টাকা দিয়ে সহায়তা করে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন ইমাম মেহেদী।
বিদেশ থেকে টাকাপয়সা আদান-প্রদানের কিছু হিসাব ইমাম মেহেদীর কাছ থেকে পেয়েছে র্যাব। আরেক জঙ্গি নেতা আবু ইব্রাহিমের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ ছিল।’
ইমাম মেহেদী হাসান জেএমবি সারোয়ার গ্রুপের নতুন একটি সংগঠন ‘ব্রিগেড আদ্-দার-ই-কুতনী’র কমান্ডার ছিলেন। র্যাব-৩ পরিচালক জানান, এই সংগঠন বিভিন্ন ধরণের অপারেশন চালানোর এবং যেকোন স্থানে নাশকতা ঘটানোর সক্ষমতা অর্জন করেছে।
গ্রেফতারকৃত জঙ্গির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাম্প মডেল থেকে জঙ্গি কমান্ডার
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২১, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: