রোহিঙ্গাগ্রাম সু চি সরকারের দখলে



রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও মগদের হামলায় বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের পুড়ে যাওয়া গ্রামগুলো নিজস্ব ব্যবস্থাপনায় নেবে মিয়ানমার সরকার। দেশটির সামাজিক উন্নয়ন, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার এ খবর দেয় বার্তা সংস্থা রয়টার্স।

২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর অভিযান শুরু হলে রোহিঙ্গাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। মানবাধিকার সংগঠনগুলো স্যাটেলাইট থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে জানিয়েছে, ৪০০ রোহিঙ্গা গ্রামের মধ্যে অর্ধেকের বেশি গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে।

মিয়ানমারের সামাজিক উন্নয়ন, ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রী উইন মায়াত আয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিত্তেতে মঙ্গলবার এক বৈঠকে বলেছেন, ‘আইন অনুযায়ী পোড়া জমি সরকারের ব্যবস্থাপনায় চলে আসে।’ দুর্যোগ ব্যবস্থাপনা আইনের বরাত দিয়ে তিনি জানিয়েছেন, এসব জমির পুনঃউন্নয়ন বেশ কার্যকর হবে। 

সহিংসতাসহ অন্যান্য দুর্যোগে এসব পুনর্গঠনমূলক কাজের দেখভাল করে রাজ্যসরকার। তবে রোহিঙ্গাদের এসব গ্রামে পুনরায় প্রবেশ করতে দেওয়া হবে কিনা এ ব্যাপারে কোনো কিছু জানাননি মন্ত্রী।

জাতিসংঘের সর্বশেষ হিসাবমতে, গত এক মাসে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার।
রোহিঙ্গাগ্রাম সু চি সরকারের দখলে রোহিঙ্গাগ্রাম সু চি সরকারের দখলে Reviewed by BD News on সেপ্টেম্বর ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.