দুই কোটি পেরিয়ে শাকিব-বুবলীর ‘দিল দিল দিল’



ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত বসগিরি ছবির ‘দিল দিল দিল’ শিরোনামের গানটি ইউটিউবে দুই কোটির বেশি দেখা হয়েছে।  

গত বছরের ৪ সেপ্টেম্বর গানটি প্রকাশ হওয়ার এক বছর পর আজ ২২ সেপ্টেম্বর ইউটিউবে গানটির ভিউয়ার দুই কোটি ছাড়িয়েছে।

ঢাকাই ছবির অন্য কোনো গানে এত ভিউয়ার আগে দেখা যাইনি।
কবির বকুলের কথায় ও শওকত আলী ইমনের সুর-সংগীতে 'দিল দিল দিল' গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। আর বলিউডের আদিল শেখের কোরিওগ্রাফিতে গানটি থাইল্যান্ডের বিভিন্ন লোকেশনে নির্মিত হয়েছে।

উল্লেখ্য শাকিব-বুবলী জুটি বেধে ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্যা মাইয়া’ নামের আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। শাপলা মিডিয়ার প্রযোজনায় এই ছবির পরিচালক উত্তম আকাশ।
দুই কোটি পেরিয়ে শাকিব-বুবলীর ‘দিল দিল দিল’ দুই কোটি পেরিয়ে শাকিব-বুবলীর ‘দিল দিল দিল’ Reviewed by BD News on সেপ্টেম্বর ২২, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.