আনুশকা ছাড়াও বিরাটকে ‘ভালবাসেন’ কারিনাও!



আনুশকা শর্মার সঙ্গে যে বিরাট কোহলির সম্পর্কের কথা সকলের জানা। কিন্তু আনুশকা ছাড়াও বিরাটকে ভালবাসেন আরও এক বলিউড নায়িকা।

আর সেই বলিউড নায়িকা হলেন কারিনা কাপুর খান। আর এই কথা তিনি নিজেই জানিয়েছেন।
অবাক লাগলেও এ খবর সত্যি। তবে ক্রিকেটার বিরাটকে ভালবাসেন করিনা, ভালবাসেন বিরাটের খেলা। হিন্দুস্তান টাইমসের খবর অনুযায়ী করিনা বলেছেন, ‘‘বিরাট আমার ফেভারিট। ও যেভাবে খেলে আমার দারুণ লাগে। আমরা যে এত ম্যাচ জিতছি, তার পিছনে তো ওর অবদানই মূল। আমার তো মনে হয়, ও এখনই দ্বিতীয় শচীন টেন্ডুলকর হয়ে গেছে। ’’
আনুশকা ছাড়াও বিরাটকে ‘ভালবাসেন’ কারিনাও! আনুশকা ছাড়াও বিরাটকে ‘ভালবাসেন’ কারিনাও! Reviewed by BD News on সেপ্টেম্বর ২২, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.