যশোরে ৯ রোহিঙ্গা আটক



যশোরে ৯ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। আজ বুধবার বিকাল ৫টার দিকে শহরের মনিহার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে- ছয় জন শিশু, দুই নারী ও একজন পুরুষ। বর্তমানে তাদের যশোর কোতোয়ালী থানায় রাখা হয়েছে। 

উদ্ধারকৃতরা হলেন- মিয়ানমারের আরাকান রাজ্যের পানিগাজিরি এলাকার মৃত ইমাম শরীফের ছেলে তফুর আলম (৪০), তার স্ত্রী মুর্শিদা বেগম (৩০), মেয়ে ইয়াসমিন আক্তার (৯), তাসনিম আক্তার (৫), ছেলে রিয়াজুল ইসলাম (৭), সাইফুল ইসলাম (৩), সহিদুল ইসলাম (৯মাস), ভাইজি জান্নাত আরা (২০) ও জান্নাত আরার ছেলে হামিদ হুসান (৯মাস)। 

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, মনিহার এলাকায় টহলরত পুলিশ সদস্যরা ওই নারী শিশুদের দেখে তাদের ডেকে খোঁজখবর নিলে তারা মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা বলে জানায়। এরপর তাদের থানায় নিয়ে আসা হয়। উদ্ধারকৃতদের টেকনাফে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে বলে জানিয়েছেন তিনি। 

এদিকে উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানিয়েছেন, মিয়ানমারে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়ায় তারা কয়েকদিন জঙ্গল পথ হেঁটে বান্দরবান আসে। এরপর কিছু লোক তাদের আশ্রয় ক্যাম্পে পৌছে দেবে বলে তাদের কাছে থাকা টাকা নিয়ে একটি গাড়িতে উঠিয়ে দেয়। এরপর তারা কোথায় এসেছে তা জানে না।
যশোরে ৯ রোহিঙ্গা আটক যশোরে ৯ রোহিঙ্গা আটক Reviewed by BD News on সেপ্টেম্বর ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.