রোহিঙ্গাদের জন্য চীন থেকে এল ৫৭ টন ত্রাণ



বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য চীন থেকে ৫৭ টন ত্রাণ এসেছে।  আজ বুধবার সকালে চীনের একটি কার্গোফ্লাইট চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।

সকাল সাড়ে আটটায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের হাতে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন চীন দূতাবাসের কর্মকর্তা জং জিয়াজু।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান জানান, ৫৭ টন ত্রাণের মধ্যে রয়েছে ২২০০ পিস তাঁবু রয়েছে। বৃহস্পতিবার চীনের ত্রাণসামগ্রী নিয়ে আরো একটি ফ্লাইট আসার কথা রয়েছে। এসব ত্রাণসামগ্রী কক্সবাজার জেলা প্রশাসনের কাছে পাঠানো হবে। সেখান থেকে রোহিঙ্গা শরণার্থীদের হাতে যাবে এসব ত্রাণসামগ্রী।
রোহিঙ্গাদের জন্য চীন থেকে এল ৫৭ টন ত্রাণ রোহিঙ্গাদের জন্য চীন থেকে এল ৫৭ টন ত্রাণ Reviewed by BD News on সেপ্টেম্বর ২৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.