বার্মিজ পণ্য বর্জনের আহ্বান গণজাগরণ মঞ্চের



মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিমদের গণহত্যার প্রতিবাদে সারাদেশে বার্মিজ সব ধরনের পণ্য বর্জনের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। একইসঙ্গে দেশটির সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। 

সোমবার বিকেলে ঢাকায় মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের আগে গুলশান ২ নম্বর গোল চত্বরে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানান গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।  এ সময় তিনি বলেন, 'সারাদেশে বার্মার যেসব পণ্য বিক্রি হচ্ছে, তা বাংলাদেশ বর্জন করবে। কারণ এসব পণ্যে রোহিঙ্গাদের রক্তের দাগ লেগে আছে। 

বিক্রিত এই অর্থ দিয়ে মিয়ানমার অস্ত্র কিনছে। তাই সর্বাত্মকভাবে আমরা সকল ধরনের পণ্য বর্জনের ডাক দিচ্ছি। দেশের কোথাও বার্মিজ পণ্য বিক্রি হতে দেওয়া হবে না।' তিনি আরও বলেন, 'সরকার মিয়ানমার থেকে চাল আমদানির যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা তা বাতিলের দাবি জানাচ্ছি। কারণ যে চালের মধ্যে মানুষের রক্ত, সে চাল বাঙালি খাবে না। 

সেই চাল দেশে ঢুকতে দেওয়া হবে না।' গণজাগরণ মঞ্চের এই মুখপাত্র বলেন, 'নারী শিশুসহ রোহিঙ্গাদের লাশ পানির স্রোতের মতো বাংলাদেশে ভেসে আসছে। মিয়ানমারের অমানবিকতা মাত্রা ছাড়িয়েছে। যে দেশে এত বড় মানবতাবিরোধী অপরাধ হচ্ছে, সে দেশের প্রধান আবার শান্তিতে নোবেল পেয়েছেন। 

অন্যদিকে রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ সারাবিশ্বে অনন্য নজির স্থাপন করেছে।' উক্ত সমাবেশের পর মিয়ানমার দূতাবাস অভিমুখে গণজাগরণের মিছিল যাত্রা শুরু করলে পুলিশ তাদের বাধা দেয়। এরপর চারটি দাবি সম্বলিত স্মারকলিপি দূতাবাসে জমা দিয়ে আসেন ইমরানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল। 
বার্মিজ পণ্য বর্জনের আহ্বান গণজাগরণ মঞ্চের বার্মিজ পণ্য বর্জনের আহ্বান গণজাগরণ মঞ্চের Reviewed by BD News on সেপ্টেম্বর ১৮, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.