পাহাড় কেটে বসতি গড়ছেন রোহিঙ্গারা



মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জন্য জমি নির্ধারণ করে দিয়েছে সরকার। তবু তারা রাস্তার পাশের উঁচু জায়গা ও পাহাড় কেটে বসতি গড়ছেন।

কক্সবাজারের উখিয়ার বালুখালীতে সাড়ে ৪ লাখ রোহিঙ্গার জন্য দুই হাজার একর জমি নির্ধারণ করে দেয়া হয়েছে। তাদের থাকার জন্য এখানে নির্মাণ করা হচ্ছে ১৪ হাজার শেড।

স্থানীয়দের অভিযোগ, কিছু প্রভাবশালী পাহাড় দখলে রোহিঙ্গাদের সহযোগিতা করছে। তাদের কাছে পাহাড়ের দখল বুঝিয়ে দিচ্ছে তারা। এ অবস্থায় সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন প্রতিবন্ধকতার মুখে পড়েছে।

এছাড়া গেলো কয়েকদিনে উখিয়ার পালংখালীর শফিউল্লাহ কাটা নামের স্থানে ৪টি পাহাড় কেটে ঝুপড়ি তৈরি করেছে রোহিঙ্গারা। তাদের অপরিকল্পিত বসতি গড়ে তোলা, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে বড় বাধা বলে মনে করে স্থানীয়রা।

এ বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন বলেন, বিষয়টি আমরা ভালো করে দেখছি। তাদের এক জায়গায় থাকতে হবে। এ ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

শুধু আশ্বাস নয়, রোহিঙ্গাদের এক জায়গায় থাকার বিষয়ে এবং পাহাড় কাটা বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ চান স্থানীয়রা।

পাহাড় কেটে বসতি গড়ছেন রোহিঙ্গারা পাহাড় কেটে বসতি গড়ছেন রোহিঙ্গারা Reviewed by BD News on সেপ্টেম্বর ২১, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.