ফের স্বর্ণের দাম কমছে



পাঁচ দিনের ব্যবধানে আবারও সোনার ভরিপ্রতি ৮৭৫ থেকে এক হাজার ১৬৭ টাকা পর্যন্ত দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
নতুন দর কাল মঙ্গলবার কার্যকর হবে।

আজ সোমবার বিকেলে সমিতির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনা ৪৭ হাজার ৮২২ টাকা, ২১ ক্যারেট ৪৫ হাজার ৭২৩ টাকা এবং ১৮ ক্যারেট সোনা বিক্রি হবে ৪০ হাজার ২৪১ টাকায়। আর সনাতন পদ্ধতির সোনার ভরি দাঁড়াবে ২৫ হাজার ৩৬৯ টাকা।

তবে স্বর্ণের দর কমলেও রুপার দাম অপরিবর্তিত থাকছে। অর্থাৎ ২১ ক্যাডমিয়ামের প্রতিভরি রুপা বিক্রি হবে এক হাজার ৫০ টাকায়।
ফের স্বর্ণের দাম কমছে ফের স্বর্ণের দাম কমছে Reviewed by BD News on সেপ্টেম্বর ২৫, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.