মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নিতে আসা রোহিঙ্গারা উখিয়া টেকনাফের পাশাপাশি ঢুকে পড়ছে কক্সবাজার শহরে। শহর ও শহরতলীর আশপাশে প্রায় ৭০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। তারা শহরের বিভিন্ন এলাকায় পূর্ব পরিচিত বা নিকট আত্মীয়দের কাছে স্থান নিয়েছে।
স্থানীয়রা বলছেন, রাখাইন থেকে গণহারে রাতে-দিনে গাড়ি করে রোহিঙ্গারা স্রোতের মতো আসছে। এই অবস্থা চলতে থাকলে পর্যটন নগরী কক্সবাজারের পরিবেশ ভারী হয়ে যাওয়ার আশঙ্কা সচেতন মহলের।
জানা যায়, বৃহত্তর পাহাড়তলী এলাকার নুতন বাজার, জিয়া নগর,বাদশাঘোনা, মৌলবী পাড়া, ফাতের ঘোনা, আবদুল্লাহর ঘোনা, ইসলামপুর, অল্লা ঘোনা, আবু উকিলের ঘোনা,শাহ নূর পাড়া,বাচা মিয়ার ঘোনা, আদর্শ গ্রাম, টেকনাফ পাহাড় এলাকা, হালিমা পাড়া, নুরু সওদাগরের ঘোনা,সত্তর ঘোনা, সিরাজের ঘোনা, নজির হোসেনের ঘোনা,পল্লাইন্য কাটা, সমিতি ঘোনা এলাকায় কমপক্ষে ২০ হাজারের বেশি রোহিঙ্গা এসেছে। যারা বেশির ভাগই বিভিন্ন বাসা বাড়িতে আশ্রয় নিয়েছে।
কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী বলেন, খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি ইতোমধ্যে কক্সবাজার শহরে অন্তত ৭০ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।
এ বিষয়ে কক্সবাজারের অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট খালেদ মাহমুদ বলেন, আমরা সব রোহিঙ্গাকে বালুখালীতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব।
কক্সবাজার শহরে ছড়িয়ে পড়ছে প্রায় ৭০ হাজার রোহিঙ্গা
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ১০, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ১০, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: