বহু আলোচিত স্বপ্নের পদ্মাসেতুর মূল কাঠামোতে শনিবার প্রথম স্প্যান ওঠানো হবে। এর মাধ্যমে সেতুর কাঠামো প্রথমবারের মতো দৃশ্যমান হবে। ৬.১৫ কিলোমিটার দৈর্ঘ্যের পদ্মা বহুমুখী সেতুর এই স্প্যানটি স্টিলের তৈরি। ধুসর রংয়ের ১৫০ মিটার দৈর্ঘ্যের এরকম ৪০টি স্প্যানে তৈরি হবে পদ্মাসেতু।
নদীর বুকে প্রথম জেগে ওঠা মূল সেতুর ৩৭ ও ৩৮ নং পিয়ারে স্প্যানটি বসানো হবে। এই পিয়ার দুটির অবস্থান জাজিরা পয়েন্টের দিকে। শনিবার সেখানে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রীর একান্তসূত্র জানান, প্রথম স্প্যানটি ওঠানোর দৃশ্য দাঁড়িয়ে দেখবেন মন্ত্রী। সেতু বিভাগ ইতোমধ্যে এ আয়োজনের প্রস্তুতি নিয়েছে।
সেতুর নির্মাতা প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজের প্রকৌশলী সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ৩৭ ও ৩৮ নম্বর পিলারে কংক্রিট শক্ত হয়ে জমাট বেঁধেছে। এখন পিয়ার দুটির উপরে ‘বিয়ারিং’ লাগানো হচ্ছে। এই বিয়ারিংয়ের উপর গেঁথে থাকবে স্প্যান।
বেয়ারিং সেতুর ভূকম্পন রোধ করে এবং ভারসাম্য রক্ষায় কাজ করে থাকে। পিয়ার দুটির কংক্রিটের শক্তি ৫০ মেগা প্যাসকেল অর্জন করলেই তার উপর স্প্যান বসানো হবে। ইতোমধ্যে মাওয়া থেকে ক্রেনে করে স্প্যানটি আনা হয়েছে।
পদ্মাসেতু সংশ্লিষ্টরা জানান, ৩৭ ও ৩৮ এর পরে ৩৯ এবং ৪০ নাম্বার পিয়ারের কাজও খুব শিগগরিই শেষ হবে এবং আরও দুটি স্প্যান বসানো সম্ভব হবে।
পদ্মা সেতুর নিচের তলার ভেতর দিয়ে চলবে রেল। আর ওপরে পিচঢালা পথ দিয়ে যানবাহন চলবে। সরকার ২০১৮ সালের নভেম্বরে কাজ শেষে সেতুতে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছে।
শনিবার দৃশ্যমান হবে পদ্মাসেতু
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৯, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৯, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: