রোহিঙ্গারা আসলে বাঙালি, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে : মিয়ানমার সেনাপ্রধান



মিয়ানমারের সেনাপ্রধান জেনারেল মিন অং লাইং সে দেশের অন্য সব মানুষকে দেশটির রাখাইন প্রদেশের রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। তার মতে রোহিঙ্গারা সে দেশের মানুষ না। তারা মূলত বাঙালি।  শনিবার তার অফিসিয়াল ফেসবুক পেইজের এক মন্তব্যে এই আহ্বান জানান তিনি।

তিনি বলেন, 'তারা রোহিঙ্গা হিসেবে নিজেদের স্বীকৃতি চায়। কিন্তু তারা কখনোই আসলে মিয়ানমারের নিজস্ব কোনো নৃগোষ্ঠী ছিল না। তারা হলো মূলত বাঙালি। আর এই বাঙালি ইস্যুটি একটি জাতীয় ইস্যু। আমাদেরকে এই সত্যটি প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হতে হবে। '
রোহিঙ্গারা আসলে বাঙালি, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে : মিয়ানমার সেনাপ্রধান রোহিঙ্গারা আসলে বাঙালি, তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে : মিয়ানমার সেনাপ্রধান Reviewed by BD News on সেপ্টেম্বর ১৭, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.