মিয়ানমার সীমান্তে অপারেশন চালিয়েছে ভারতীয় সেনারা। ভারত-মিয়ানমার সীমান্তে বিদ্রোহী ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ডের (এনএসসিএন) বিরুদ্ধে এ অভিযান চালানো হয় বলে টুইট করেছে ভারতের ইস্টার্ন কমান্ড।
এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এতে বলা হয়, বুধবার ভারত-মিয়ানমার সীমান্তে আত্মগোপন করে থাকা এনএসসিএন-এর সদস্যদের টার্গেট করে সেনাবাহিনী ওই অভিযান চালায়। বুধবার স্থানীয় সময় ভোর চারটা ৪৫ মিনিটের দিকে স্পেশাল ফোর্স ও আসাম রাইফেলের সদস্যরা এই অভিযান পরিচালনা করে।
এ সময় ব্যাপক গুলি বিনিময় হয়েছে। অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। ওই এলাকা থেকে ভারতীয় কমান্ডোরা নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে। তবে সীমান্ত অতিক্রম করে ওপাড়ে প্রবেশের রিপোর্ট অস্বীকার করেছে সেনাবাহিনী।
রিপোর্টে বলা হয়েছে, এক বছর আগে পাকিস্তানের বিরুদ্ধে সার্জিক্যাল অপারেশন চালায় ভারত। তখন বারতীয় সেনারা নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করেছিল। দু’বছর আগে সীমান্ত অতিক্রম করে সেনারা মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের ওপর হামলা চালিয়েছিল।
মনিপুরে ২০ সেনা সদস্যকে হত্যার প্রতিশোধ নিতে ওই হামলা চালানো হয়েছিল। এনডিটিভি লিখেছে, ভারতের উত্তর-পূর্বাঞ্চল পর্বতময়। চীন, ভুটান, বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে রয়েছে সীমান্ত। এসব এলাকাকে তারা বিদ্রোহীদের ঘাঁটি হিসেবে দেখে থাকে।
মিয়ানমার সীমান্তে ভারতীয় সেনাদের অভিযান
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৭, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৭, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: