বিশ বছরে কমপক্ষে ৩০ জন মানুষকে হত্যা করেছেন রাশিয়ার এক দম্পতি। এখানেই থেমে যান নি তারা। এসব মানুষকে হত্যা করে তারা তাদের মাংস খেয়েছেন। আবার ক্যানে ভরে তা ফ্রিজারে সংরক্ষণ করেছেন।
১৯৯৯ সাল থেকে শুরু হয় তাদের এই মানুষ খাওয়ার অভ্যাস। এই অভিযোগে রাশিয়ার পুলিশ সন্দেহজনকভাবে গ্রেপ্তার করেছে তাদেরকে। রাশিয়ার টেলিভিশন চ্যানেল এনটিভি’কে সূত্রগুলো বলেছেন, ওই দম্পতির বাসায় পুলিশ তল্লাশি চালায়।
এ সময় সেখানে মানুষের শরীরের বিভিন্ন অংশ পাওয়া যায়। পাওয়া যায় ক্যানে ভরা মানুষের মাংস। লবণ পানিতে ভেজানো মানুষের শরীরের বিভিন্ন অংশ। মানুষের হিমায়িত মাংস। কিভাবে তা রান্না করতে হয় তার রেসিপিও পেয়েছে তারা।
ওই দম্পতির বাসার বেজমেন্ট এবং প্রাঙ্গণ থেকে এসব উদ্ধার করা হয়। সূত্র বলেছেন, ওই দম্পতি তাদের শিকারকে শুধু হত্যাই করতে না। তারা তাদের শরীরের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন করে তা রান্না করে খেতো। তবে কর্তৃপক্ষ তদন্ত করে তাদের বিরুদ্ধে একটি খুনের বিষয়ে নিশ্চিত হতে পেরেছে।
এই দম্পতির বাড়ি রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রাসনোদারে। পুরুষ সদস্যটির বয়স ৩৫ বছর। তার পার্টনারের বয়স ৪২ বছর। পুলিশ ওই ব্যক্তির মোবাইল ফোনে তোলা সেলফিতে মানুষের শরীরের বিচ্ছিন্ন অঙ্গপ্রত্যঙ্গ দেখতে পেয়ে তদন্তে নামে।
এক পর্যায়ে ওই দম্পতির পুরুষ সদস্য বলেন, তিনি একজন নারীর শরীরের অবশিষ্টাংশের সন্ধান পেয়ে তার সঙ্গে সেলফি তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু তার এ বক্তব্যে ভরসা রাখতে পারে নি কর্তৃপক্ষ। আরো তদন্তে তার পার্টনার স্বীকার করেন তারা ১৯৯৯ সাল থেকে মানুষ শিকার করছেন। এ পর্যন্ত কমপক্ষে ৩০ জনকে শিকারে পরিণত করেছেন। তাদেরকে অপহরণ করে হত্যা করেছেন। তারপর তাদের মাংস রান্না করে খেয়েছেন।
আসল মানুষখেকো
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৭, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৭, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: