বলিউডের 'মোস্ট এলিজিবল' ব্যাচেলর সালমান খান। বয়স ৫০ পার হলেও এখনও বিয়ের পিঁড়িতে বসা হয়নি তার।
সঙ্গীতা বিজলানি থেকে ঐশ্বরিয়া কিংবা ক্যাটরিনা কাইফ, বিতর্ক যেন কখনোই পিছু ছাড়ে না তার। আর এবার সেই বিতর্ক আরও কিছুটা উস্কে দিলেন সালমান খান।
জি নিউজের খবর, এবার নাকি বাবা হতে চান সালমান খান। তার সেটা আগামী ২ থেকে ৩ বছরের মধ্যেই। আর সেই কারণে 'সারোগেসি'র সাহায্য নিতে পিছপা হবেন না বলে জানা গেছে। যদিও এই বিষয়টি নিয়ে সালমান নিজে এখনও কোনো মন্তব্য করেননি। তবে সালমানের বাবা হওয়ার ইচ্ছে প্রকাশের পর থেকেই বলিউড ফের জল্পনা শুরু হয়েছে।
সম্প্রতি তুষার কাপুর এবং করণ জহরও বাবা হয়েছেন। সিঙ্গল ফাদার হিসেবেই তুষার যেমন লক্ষ্মকে বড় করছেন, তেমনি যশ, রুহিকে নিয়েও বেশ ভালোই আছেন করণও। এবার কি সিঙ্গল ফাদার হওয়ার পালা সালমানের? সেটা অবশ্য সময়ই বলবে।
বাবা হচ্ছেন সালমান খান!
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৬, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ২৬, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: