মিরপুরের ‌‘জঙ্গি আস্তানায়’ ৭ মরদেহ



রাজধানীর মিরপুরের বর্ধনবাড়ি এলাকায় ঘিরে রাখা ‘জঙ্গি আস্তানায়’ বিস্ফোরণের ঘটনার পর তল্লাশি চালিয়ে সাতজনের খুলি ও পোড়া অঙ্গপ্রত্যঙ্গ পাওয়া গেছে। বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে এক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন র‍্যাব মহাপরিচালক বেনজীর আহমদ।

তিনি আরও জানান, নিহতরা হলো- জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী, দুই সন্তান ও দুই কর্মচারী। আব্দুল্লাহ জঙ্গিদের আশ্রয়দাতা হিসেবে কাজ করত। ২০০৫ সাল থেকে সে জঙ্গি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে জানান র‍্যাব মহাপরিচালক।

এর আগে দুপুর পৌনে একটার দিকে ওই কক্ষ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধারের কথা জানিয়েছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান। তখন মুফতি মাহমুদ গণমাধ্যমকে জানান, বাড়িটির ৫ম তলার একটি কক্ষ থেকে তিনটি পোড়া লাশ উদ্ধার করা হয়েছে।

র‍্যাবের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের সদস্যরা পুরো ভবন তল্লাশি চালিয়ে পোড়া তিনটি মরদেহের সন্ধান পায় বলে জানিয়ে ছিলেন মুফতি মাহমুদ খান।

উল্লেখ্য, জঙ্গি আস্তানা সন্দেহে রাজধানীর মিরপুরের মাজার রোডের বা‌ড়িটি সোমবার গভীর রাত থেকে ঘিরে রাখে‌ র‍্যাব।

মিরপুরের ‌‘জঙ্গি আস্তানায়’ ৭ মরদেহ মিরপুরের ‌‘জঙ্গি আস্তানায়’ ৭ মরদেহ Reviewed by BD News on সেপ্টেম্বর ০৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.