নির্বাচনে অংশ না নিলে বিএনপিরই ক্ষতি : বাণিজ্যমন্ত্রী



বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী বছরের শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘নির্বাচনে অংশ না নিলে বিএনপিরই ক্ষতি হবে।’

আজ বুধবার দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী। এর আগে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবির প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘পৃথকভাবে সহায়ক সরকারের কোনো অপশন সংবিধানে নেই।’ তিনি আরো বলেন, ‘বর্তমান সরকারই হবে নির্বাচনকালীন সহায়ক সরকার।’ 

তোফায়েল আহমেদ বলেন, ‘আগামী বছরে শেষ দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হওয়ার তিন মাস আগে সংবিধান অনুযায়ী এই সরকারই সহায়ক সরকারের দায়িত্ব পালন করবে। আর নির্বাচন কমিশন নির্বাচন পরিচলনা করবে।’ 

বিএনপিকে নির্বাচনে আসতে হলে বর্তমান সরকারের অধীনেই আসতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘এর কোনো বিকল্প পথ নেই।’

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনও বিএনপি বয়কট করেছিল। তার খেসারত তারা এখন দিচ্ছে। নির্বাচন বয়কট করে অনেক জ্বালাওপোড়াও-ভাংচুর ও হত্যাযজ্ঞ চালিয়েছে বিএনপি। এতে তাদের কোনো লাভ হয়নি।’
নির্বাচনে অংশ না নিলে বিএনপিরই ক্ষতি : বাণিজ্যমন্ত্রী নির্বাচনে অংশ না নিলে বিএনপিরই ক্ষতি : বাণিজ্যমন্ত্রী Reviewed by BD News on সেপ্টেম্বর ০৬, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.