সুস্থ হয়ে বাড়ি ফিরছে তোফা ও তহুরা



অস্ত্রোপচারের মাধ্যমে প্রায় দেড় মাস আগে আলাদা জীবন পাওয়া শিশু তোফা ও তহুরা সুস্থ হয়ে বাড়ি যাচ্ছে। অস্ত্রোপচারের ক্ষত পুরোপুরি শুকিয়ে যাওয়ায় রোববার হাসপাতাল থেকে তাদের ছুটি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য পহেলা অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় সাড়ে ছয় ঘণ্টার অস্ত্রোপচারে দুই বোনকে আলাদা করেন চিকিৎসকরা। অস্ত্রোপচারের পর নিবিড় পরিচর্যা কেন্দ্রের পাশের একটি কক্ষে প্রায় ২০ দিন রাখা হয় তোফা ও তহুরাকে।

সে সময় সংক্রমণের ঝুঁকি এড়াতে তাদের সম্পূর্ণ আলাদা কক্ষে রাখা হয়। তারপর তৃতীয় তলার একটি কেবিনে রাখা হয় তোফা ও তহুরাকে।
সুস্থ হয়ে বাড়ি ফিরছে তোফা ও তহুরা সুস্থ হয়ে বাড়ি ফিরছে তোফা ও তহুরা Reviewed by BD News on সেপ্টেম্বর ১০, ২০১৭ Rating: 5

কোন মন্তব্য নেই:

Social

Blogger দ্বারা পরিচালিত.