সিটি করপোরেশনের গাড়ির চাপায় রাজধানীর সুবজবাগ এলাকায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
সবুজবাগ থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির জানান, বুধবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত একটার দিকে সবুজবাগের বৌদ্ধমন্দির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রিমন (২৫) ও শারিন (২২)। তারা খালাতো ভাই বোন। দুজনেরই বাসা বাসাবো এলাকায়।
ওসি জানান, সিটি করপোরেশনের একটি ময়লার গাড়ি মোটর সাইকেল আরোহী রিমন ও শারিনকে চাপা দিলে তারা গুরুতর জখম হন।
মোটরসাইকেল আরোহীরা দ্রুত বেগে যাওয়ার সময় সিটি করপোরেশনের ময়লার গাড়ি তাদের চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় দুজনকে স্থানীয়রা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
সিটি করপোরেশনের গাড়িচাপায় নিহত ২
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ০৭, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ০৭, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: