ছাগলের শিমগাছ খাওয়া নিয়ে বিরোধে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় প্রাণ গেল এক নারীর। বুধবার ভোরে ঢাকার সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত ওই নারীর নাম পারুল বেগম (৫০)। তিনি উপজেলার জয়ম-প ইউনিয়নের বাহাদিয়া গ্রামের সাইদুর রহমানের স্ত্রী।
পুলিশ, স্থানীয় লোকজন ও নিহত নারীর পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাহাদিয়া গ্রামে পারুল বেগমের বাড়ির শিমগাছ খায় প্রতিবেশী জজ আলীর ছাগল। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় পারুল জজ আলীর বাড়িতে যান। এরপর জজ আলীর সঙ্গে পারুলের কথাকাটাকাটি শুরু হয়। এর পরপরই পারুলের স্বামী সাইদুরও সেখানে যান।
এ সময় জজ আলী ও তার তিন সন্তান জসিম হোসেন, ওয়াসিম হোসেন ও মনির হোসেন পারুল ও সাইদুরের ওপর হামলা চালান। এ সময় ধারালো দায়ের আঘাতে পারুল গুরুতর আহত হন। এ ছাড়া সাইদুরকেও লাঠিসোঁটা দিয়ে বেদম পেটানো হয়। পরে গুরুতর আহত অবস্থায় পারুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। ওই রাতেই পারুলকে উন্নত চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে পারুল মারা যান। সাইদুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয় জয়ম-প ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নাম্বার ওয়ার্ডের সদস্য শেখ মোহাম্মদ পাভেল বলেন, ঝগড়ার একপর্যায়ে জজ আলীর ছেলে জসিম ধারালো দা দিয়ে পারুলকে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। এরপরও জজ আলীর অপর দুই ছেলে লাঠিসোঁটা দিয়ে সাইদুরকে বেদম পেটান।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ইমাম হোসেন জানান, প্রতিবেশীর ছাগলে শিমগাছ খাওয়া নিয়ে দুই পক্ষের বিরোধে ওই নারীকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত ওই নারীর লাশ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত নারীর পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
ছাগলে গাছ খেল প্রাণ গেল নারীর
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ০৭, ২০১৭
Rating:
কোন মন্তব্য নেই: