দেশে এ পর্যন্ত ৪ হাজার ২২১ জন এইচআইভি/এইডসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৭৯৯ জনের মৃত্যু হয়েছে। আর ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত ঘাতক এই ব্যাধিতে ১৪১ জনের মৃত্যু হয়েছে; আক্রান্ত হয়েছেন ৫৭৮ জন।
বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এইচআইভি/এইডস প্রতিরোধ কর্মসূচি নিয়ে এক সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব তথ্য জানান।
আগামী ২০৩০ সালের মধ্যে এইচআইভি/এইডস নির্মূলে সরকারের লক্ষ্যমাত্রা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "এইডস প্রতিরোধী 'এন্টি-রিট্রোভাইরাল ড্রাগ' আক্রান্তদের মধ্যে বিনামূল্যে দেওয়া হচ্ছে। এ ছাড়া সরকারি হাসপাতালে সিডি-৪ সেন্টারের মাধ্যমে এইডস রোগীদের শারীরিক অবস্থা নির্ণয় করাসহ রোগীদের স্বাস্থ্য শিক্ষা ও কাউন্সেলিং সেবা প্রদান করা হচ্ছে। ঢাকার মহাখালীতে অবস্থিত সংক্রামক ব্যাধি হাসপাতালে পৃথক ওয়ার্ডের মাধ্যমে রোগীদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।'
তিনি আরও জানান, শিগগিরই সারাদেশে সরকারি অর্থায়নে এইডস রোগীদের চিকিৎসা সেবা প্রদানের পরিকল্পনা বাস্তবায়িত হতে যাচ্ছে। তবে রোগীর সংখ্যা তুলনামূলক কম থাকার কারণে আপাতত এ সংক্রান্ত পৃথক হাসপাতাল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা নেই।
সভায় অন্যদের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সিরাজুল হক খান, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশে এইডস আক্রান্ত ৪,২২১ জন
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ০৭, ২০১৭
Rating:
Reviewed by BD News
on
সেপ্টেম্বর ০৭, ২০১৭
Rating:

কোন মন্তব্য নেই: